আলাদা সম্প্রচার নীতিমালা ও আইন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আজ সকালে টিএসসিতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সম্মেলনে অংশ তিনি এ কথা বলেন।
এসময় মন্ত্রী আরো বলেন, টেলিভিশন মাধ্যমকে সুরক্ষা দেয়ার জন্য সকলের সহযোগিতা দরকার। এবার নবম ওয়েজবোর্ডে টেলিভিশনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে অংশ নেন স্পিকার শিরিন শারমিন চৌধুরীও। তিনি সম্প্রচারের সাথে সম্পৃক্ত সাংবাদিকরা যেন তাদের লক্ষ্যে পৌছাতে পারে সেই প্রত্যাশা করেন। এরপরই তিনি অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
Leave a reply