আগামি ৫ বছরের মধ্যে বাংলাবান্ধা হয়ে শিলিগুড়ি পর্যন্ত রেল যোগাযোগ স্থাপিত হবে। একথা জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। দুপুরে পঞ্চগড় এম আর সরকারি কলেজে দু’দিনব্যাপী পিঠা উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বিভিন্ন সম্ভবনার কথা বিবেচনা করে রেল লাইনটি স্থাপিত হবে। একই সঙ্গে স্থল বন্দরটির মাধ্যমে ভারত-নেপাল-ভূটানের সাথে কানেকটিভিটিও আরও সম্প্রসারিত হবে। রেল লাইনটি চালু হলে পঞ্চগড় জেলা ঘিরে পর্যটন সম্ভাবনাও তৈরি হবে বলে জানান রেলমন্ত্রী।
Leave a reply