খাগড়াছড়ির পানছড়িতে জেএসএস (এমএন লারমা) কর্মী রনি ত্রিপুরা হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করা হয়েছে। হত্যাকাণ্ডের দু’দিন পর গতরাতে নিহত রনি ত্রিপুরার মা লতাদি ত্রিপুরা পানছড়ি থানায় মামলা করেন। এতে পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, প্রত্যুত্তর চাকমা, সঞ্জয় চাকমাসহ ১৫ জনকে আসামি করা হয়েছে।
সর্বোত্তম চাকমা ইউপিডিএফের প্রসীত খীসা গ্রুপের শীর্ষ স্থানীয় নেতা। বৃহস্পতিবার সন্ধ্যায় পানছড়িতে রনি ত্রিপুরাকে গুলি করে হত্যা করে দুর্বত্তরা।
Leave a reply