সরকার পতনের আন্দোলনে উত্তাল স্পেন। রোববার কট্টর ডানপন্থিদের ডাকে রাজধানী মাদ্রিদে বিক্ষোভ প্রদর্শন করেন লাখো মানুষ। দেশটির রক্ষণশীল বিরোধী ‘পপুলার পার্টি’ এবং মধ্যম-ডানপন্থি ‘সিটিজেন পার্টি’ ছিলো আন্দোলনের মূল আয়োজক।
তারা এসময় প্রধানমন্ত্রীর পদত্যাগ চান। বিক্ষোভকারীদের অভিযোগ, সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ স্বাধীনতাকামী অঞ্চল- কাতালুনিয়ার নেতাদের সাথে সমঝোতার চেষ্টা চালাচ্ছেন।
মঙ্গলবার দেশের সুপ্রিম কোর্টে শুরু হচ্ছে আলোচিত ১২ কাতালান স্বাধীনতাকামী নেতা ও মানবাধিকারকর্মীর বিচার। ২০১৭ সালে স্পেন থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য গণভোটের আয়োজন করেন তারা। তাতে জয় এলেও সংবিধান রক্ষার অজুহাতে অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয় তৎকালীন স্পেন সরকার। নতুন প্রধানমন্ত্রী মাদ্রিদ-বার্সেলোনার এই দূরত্ব ঘোচানোর চেষ্টা চালাচ্ছেন।
Leave a reply