বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত তৃতীয় শ্রেণির কর্মচারী আলাউদ্দিন মিয়ার অবৈধভাবে ব্যবহৃত সরকারি পাজেরো গাড়ি উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন। সংস্থার সহকারী পরিচালক সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ৫ সদস্যের দল এই অভিযান চালায়।
দুপুরে দুদক কার্যালয়ে সংস্থার মহাপরিচালক মুনীর চৌধুরী জানান, গাড়িটির পেছনে প্রতিমাসে ৪৫০ লিটার তেল ব্যবহার হয়েছে; যার গত নয় বছরে তেল বাবদ খরচ ৩৫ লাখ টাকার বেশি ও চালকের বেতন ৩৭ লাখ টাকা ব্যয় করেছে পিডিবি। সরকারের কোটি টাকার লোকসান হওয়ায় এটি বড় দুর্নীতির অংশ বলেও জানান দুদক মহাপরিচালক। পিডিবির নকশা ও পরিদর্শন পরিদপ্তরের স্টেনো টাইপিস্ট আলাউদ্দিন মিয়া ২০১৭ সালেই অবসরে যান।
Leave a reply