বিএনপি জয়ী হওয়ার চেষ্টাই করেনি: শেখ হাসিনা

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজেদের দোষেই নির্বাচনে ভরাডুবি হয়েছে বিএনপির। দলটি জয়ী হওয়ার কোনো চেষ্টাই করেনি। বরং শুরু থেকেই তাদের লক্ষ্য ছিল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় জার্মানির মিউনিখের হোটেল শেরাটনে আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় এ মন্তব্য করেন তিনি।

টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো বিদেশ সফর করছেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেন, বিএনপি’র জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং ইউরোপীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এদিকে, আজ মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদিন ব্যাপী সম্মেলনে অংশ নিচ্ছেন, ৪০ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান।

এবার ব্যাভেরিয়া হোফ হোটেলে বসছে অধিবেশন। ৫৫তম মিউনিখ সম্মেলনে, আন্তর্জাতিক নিরাপত্তার নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন বিশ্ব নেতারা। সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি, জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেলের সাথে দ্বি-পাক্ষিক বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পাশাপাশি বিনিয়োগ বাড়ানোর আহ্বান ছাড়াও রোহিঙ্গা সংকট সমাধানে দেশটির সক্রিয় সহযোগিতা চাইবে বাংলাদেশ। মিউনিখ থেকে ১৭ ফেব্রুয়ারি আরব আমিরাত যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply