স্ত্রী ও বোনকে নিয়ে প্রসাধনীর কারখানায় কিম

|

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে স্ত্রী রি সোল-জু ও বোন কিম ইয়ো-জংকে নিয়ে একটি প্রসাধনসামগ্রীর কারখানা পরিদর্শন করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং-উন।

স্থানীয় সময় রোববার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এ-সংক্রান্ত কিছু ছবি প্রকাশ করে। তবে ছবিগুলো কবে তোলা তা জানায়নি কেসিএনএ।

কিমের স্ত্রী ও তার বোন খুব একটা জনসমক্ষে আসেন না। সম্প্রতি উত্তর কোরিয়ার সরকারে গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়ার পর ছবি প্রকাশিত হলো সর্বোচ্চ নেতার বোন কিম ইয়ো-জংয়ের।

পারমাণবিক অস্ত্র কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের কয়েক দফা নিষেধাজ্ঞায় পড়া উত্তর কোরিয়ায় প্রসাধনসামগ্রীসহ বিদেশি বিলাসবহুল পণ্য পাওয়া বিরল। বিগত বছরগুলোতে উত্তর কোরিয়ায় এ ধরনের পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে।

সম্প্রতি প্রকাশিত কিছু খবরে জানা গেছে, উত্তর কোরিয়া নিজস্ব প্রসাধন শিল্পের বিকাশ ঘটাচ্ছে। স্থানীয় ব্র্যান্ড বোমহিয়াঙ্গি ও উনহাসু ভোক্তাদের কাছে বেশি জনপ্রিয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply