রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবনে আগুনে এখন পযর্ন্ত ৭০ জন নিহত হয়েছেন। এদিকে ঘটনাস্থালে মানুষের ভীড়ের কারণে ব্যহত হচ্ছে উদ্ধার তৎপরতা।
গত বুধবার রাত ১০টা ১০ মিনিটে আগুন লাগে। রাত সাড়ে ৩টার দিকে আগুনের ভয়াবহতা কিছুটা কমলেও আবারও বেড়ে যায়। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট একযোগে কাজ করে বুধবার দিবাগত রাত সোয়া ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এদিকে সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক নেতা ও সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া উৎসুক জনতার কারণে সহজেই উদ্ধার তৎপরতা চালানো যাচ্ছে না। রাস্তা সরু ও মানুষের ভীরের কারণে ফায়ার সার্ভিসের কার্যক্রম বাধাগ্রস্থ হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধার কর্মীরা।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন পুড়ে যাওয়া ভবন গুলো ঝুকিপূর্ণ। তাই আসেপাশে থেকে সবাই সরে যেতে বলা হচ্ছে কিন্তু উৎসুক জনতা সরছে না। যা খুবই ঝুকিপূর্ণ।
আইন শৃঙ্খলা বাহীনির সদস্যরাও জনতাকে সরিয়ে দিচ্ছেন।
Leave a reply