বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিলো, ইউনেস্কো। প্যারিসে চার দিনের বৈঠক শেষে, সোমবার সংস্থাটির আন্তর্জাতিক উপদেষ্টা কমিটি- IAC ঘোষণা করে ৭৮টি দলিল ও পাণ্ডুলিপির তালিকা।
সংস্থাটির পরিচালক ইরিনা বোকোভা এক বিবৃতিতে জানান, ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড’ প্রোগ্রামের আওতায় গণ্য হবে এসব দলিল। তার দাবি, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জ্ঞান আহরনের জন্যেই ঐতিহাসিক দলিলগুলোকে সম্মান জানানো হচ্ছে। বলেন, স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার ও মর্যাদা বজায় রাখার জন্য একটি ভাষণ কতটা প্রভাব ফেলতেপারে- তা রয়েছে দলিলগুলোতে। এছাড়া, আর্ন্তজাতিক সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়ায় যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব- তাও রয়েছে এসব পাণ্ডুলিপিতে।
ইউনেস্কোর এই স্বীকৃতির প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে এখন আরো ভালো করে জানতে পারবে বিশ্ববাসী।
সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল আর্কাইভের পরিচালক ড. আবদুল্লাহ আল রঈসির নেতৃত্বে ১৪ বিশেষজ্ঞের দল দু’বছরের পরীক্ষা ও মূল্যায়ন শেষে প্রকাশ করে তালিকাটি।
Leave a reply