স্টাফ রিপোর্টার, নাটোর:
নাটোরের গুরুদাসপুর থেকে বিপুল পরিমাণ দেশী মদ সহ আটকের পর একজনকে কারাদণ্ড ও দুইজনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার রাতে উপজেলার কোলা গ্রামে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হোসেন।
র্যাব ৫ সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার যায়েদ শাহরিয়ার ও ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কোলা গ্রামে অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় গ্রামের নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান বাড়ীতে দেশীয় তৈরি মদ সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে একই এলাকার আরও দুইজনকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৪১,৫০০ লিটার মদ জব্দ করা হয়।
পরে আটককৃতদের মধ্যে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক আটককৃতদের মধ্যে দুইজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের অভিভাবকদের কাছ থেকে জরিমানা আদায় করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। এবং অপর আটক মিজানুর রহমানকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। জরিমানাপ্রাপ্তরা হলেন হৃদয় আহম্মেদ ও রুপস খাঁন।
জব্দকৃত মালামালগুলো মাটিতে গর্ত করে সেখানে ফেলে ধ্বংস করা হয়।
Leave a reply