জয়পুরহাটের ক্ষেতলালে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে। র্যাবের দাবি, নিহত তোফাজ্জল চিহ্নিত মাদক ব্যবসায়ী। ভোরের দিকে টাওশারা গ্রামে এ ঘটনা ঘটে।
র্যাব জানায়, একদল মাদক ব্যবসায়ী অবস্থান করছে ওই এলাকায় এমন খবরের ভিত্তিতে অভিযান চালায় তারা। র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোঁড়ে মাদক চোরাকারবারীরা। পাল্টা গুলি চালালে আহত হয় তোফাজ্জল হোসেন। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত তোফাজ্জলের বাড়ি উত্তর মহেশপুর গ্রামে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে দাবি র্যাবের।
Leave a reply