জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু

|

আজ শুরু হয়েছে ২০১৭ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা । চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।

প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। জেএসসি শিক্ষার্থীরা আজ দিচ্ছে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। আর জেডিসিতে কুরআর মাজীদ ও তাজবিদ । সবমিলিয়ে এবার ২৮ হাজার ৬২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষা শুরুর আধাঘণ্টা আগে শিক্ষার্থীদের হলে প্রবেশ করতে বলা হয়েছিল। আর শিক্ষার্থীরা হলে ঢোকার পর খোলা হয় প্রশ্নপত্রের প্যাকেট। ফাঁস ঠেকাতে এসব প্রস্তুতি নিয়েছিল মন্ত্রণালয়।

এ ছাড়া বাংলাদেশের বাইরে সৌদি আরব, লিবিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন ও ওমানের মোট নয়টি কেন্দ্রে ৬৫৯ জন শিক্ষার্থী এ বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশে নিচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply