পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের পর ভারতীয় দুটি যুদ্ধবিমানকে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। বুধবার দুপুরে এক টুইটে এ দাবি করে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর।
তিনি লিখেছেন, ‘সকালে পাকিস্তান বিমান বাহিনী কর্তৃক ভারতে হামলার জবাবে লাইন অব কন্ট্রোল অতিক্রম করে ভারতীয় বিমান। এ সময় পাকিস্তান বিমান বাহিনী দুটি ভারতীয় বিমানকে ভূপাতিত করেছে। একটি বিমান আজাদ কাশ্মিরে এবং অন্যটি ভারত অধিকৃত কাশ্মিরে পড়েছে। একজন ভারতীয় পাইলটকে গ্রেফতার করা হয়েছে।”
এদিকে ভারতের জম্মু-কাশ্মিরের বুদগাম এলাকায় সকালে একটি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত হন। ভারতীয় গণমাধ্যম অবশ্য বিধ্বস্ত হওয়ার কারণ হিসেবে ‘কারিগরি ত্রুটি’র কথা জানিয়েছে।
এর আগে ভারতীয় গণমাধ্যম জানায়, ভারত অধিকৃত কাশ্মিরে একাধিক পাকিস্তানী যুদ্ধবিমান প্রবেশ করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, অন্তত তিনটি পাকিস্তানী যুদ্ধবিমান ভারতের অভ্যন্তরে ঢুকে বোমা নিক্ষেপ করে বুধবার সকালে।
Leave a reply