ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি হলে প্রথমেই খড়গ নেমে আসে বলিউডের ওপর। এবারও তার ব্যত্যয় ঘটেনি।
জঙ্গিঘাঁটি ধ্বংসের নামে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক ভূখণ্ডে বিমান হামলা চালানোর ঘটনায় ভারতীয় সিনেমা ও বিজ্ঞাপনের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান। খবর দ্য ডনের।
ফলে আপাতত ভারতীয় সিনেমার প্রযোজকরা পাকিস্তানে তাদের ছবি রিলিজ করতে পারবেন না।
মঙ্গলবার পাকিস্তানের তথ্য ও প্রযুক্তিমন্ত্রী ফাওয়াদ হুসেন বলেন, পাক ডিস্ট্রিবিউটররা ভারতীয় সিনেমাকে বয়কট করবেন। এ ছাড়া ভারতে তৈরি বিজ্ঞাপনের ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত ১৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় সিআরপিএফ জওয়ানদের গাড়িতে আত্মঘাতী জঙ্গি মামলায় ৪৪ জনেরও বেশি জওয়ান প্রাণ হারান।
ওই হামলার দায় স্বীকার করে নেয় পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহম্মদ। এ ঘটনার পরই পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে বিমান হামলা করল ভারত।
Leave a reply