যুগান্তরের গ্রেফতারকৃত সাংবাদিকের মুক্তির দাবিতে মানববন্ধন

|

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার দৈনিক যুগান্তরের সাংবাদিকদের মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ-সভা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। সকালে শহরে প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।

এসময় বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে কাউকে হয়রানি করা হবে না বলে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছিল। কিন্তু বিভিন্ন স্থানে মামলা-হয়রানির শিকার হচ্ছেন সাংবাদিকরা। এই আইন প্রকৃতপক্ষে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য বড় বাধা বলেও মন্তব্য করেন তারা।

কর্মসূচিতে প্রেসক্লাব সভাপতি খ আ ম রশিদুল ইসলামসহ উপস্থিত ছিলেন আরও অনেকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply