নড়াইলে শিলা বৃষ্টিতে কয়েক হাজার পাখির মৃত্যূ

|

নড়াইলে টানা তিন দিনের বৃষ্টি ও শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কালিয়া উপজেলার অরুনিমা রির্সোট গলফ্ ক্লাবের কয়েক হাজার দেশি বক এবং অতিথি পাখি মারা গেছে। সোমবার থেকে বুধবার সকাল পর্যন্ত থেমে থেমে জেলার ওপর দিয়ে বৃষ্টি প্রবাহিত হয়। এছাড়া জেলার সিমান্তবর্তী বিছালী , খড়রিয়া, পাঁচগ্রামসহ ৮টি ইউনিয়নের ওপর দিয়ে শিলা বৃষ্টি ও ঝড় বয়ে যায়। ঝড়ে কয়েক’শ গাছের ডাল ভেঙ্গে পড়ে। এতে নড়াইল শহরসহ জেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক সংযোগ বিছিন্ন হয়ে যায়।
নড়াইলের একমাত্র পর্যটনকেন্দ্র অরুনিমা রির্সোট গলফ্ ক্লাবের ডিএমডি ইরফান আহম্মেদ জানান, ২৫ তারিখ ও ২৬ তারিখ রাতে শিলা বৃষ্টিতে অরুনিমা রির্সোট গলফ্ ক্লাবের অতিথি পাখিদের অভয়াশ্রমের কয়েক হাজার দেশি বক এবং অতিথি পাখি মারা যায়। পরে পার্কে কর্মরত শ্রমিক দিয়ে মারা যাওয়া এ পাখি মাটিতে চাপা দেয়া হয়েছে।

এদিকে জেলা কৃষি অধিদপ্তরের উপ পরিচালক চিন্ময় রায় জানান, তিন দিনের টানা বৃষ্টি ও শিলা বৃষ্টিতে খেসাড়ি, মুশুড়ি, গম, পেয়াজ, তরমুজসহ বিভিন্ন সাক সবজির মোটামুটি ক্ষতি হয়েছে। এ বৃষ্টিতে কমপক্ষে ১০ ভাগ ফলন কম হবে হবে জানান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply