চ্যাম্পিয়ন্স লিগে রাতে হোঁচট খেয়েছে চেলসি-বার্সেলোনা-য়্যুভেন্তাসের মত বড় দলগুলো। বার্সেলোনা কে রুখে দিয়েছে অলেম্পিয়াকোস। চেলসি কে ৩-০ গোলে হারিয়েছে রোমা। ১-১ গোলে ড্র হয়েছে য়্যুভেন্তাস-স্পোটিং ও অ্যাটলেটিকো মাদ্রিদ-কারাবাখের ম্যাচ। তবে জয় পেয়েছে ম্যান ইউনাইটেড, বায়ার্ন মিউনিখ ও সিএসকে মস্কো। আন্ডারলেখটকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে পিএসজি।
প্রথম লেগে ৩-১ গোলের জয়ের স্মৃতি নিয়ে অলিম্পিয়াকোসের আতিথ্য নেয় বার্সেলোনা। ম্যাচের ২০ মিনিটে প্রথম সুযোগ পায় বার্সা। তবে মেসির ক্রস থেকে ফায়দা নিতে পারেনি সুয়ারেজ। ২৭ মিনিট মেসির ফ্রি কিক ঠেকিয়ে দেন অলিম্পিয়াকোস গোলরক্ষক সিলভিও প্রোতো। দ্বিতীয়ার্ধেও সুযোগ কাজে লাগাতে পারেনি কেউ। ম্যাচের ৮০ মিনিটেও মেসির অ্যাসিস্ট থেকে স্কোর করতে ব্যার্থ হন সুয়ারেজ। অলেম্পিয়াকোস গোলরক্ষকের কৃতিত্বে গোল শুন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দু দল। ৩ জয় ১ ড্র’য় ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সা; ৪ এ থাকা অলেম্পিয়াকোসের পয়েন্ট ১।
গ্রুপ বি’র ম্যাচে ২০ মিনিটেই মার্কো ভেরাত্তির গোলে আন্ডারলেখটের বিপক্ষে এগিয়ে যায় প্যারিসেন্ট জার্মেই। বিরতির আগে ব্যাবধান দ্বিগুন করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে ম্যাচের চিত্র বদলে যায় বিরতির পর। কুজাওয়ার হ্যাটট্রিকে ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে উনাই এমরির শিষ্যরা। গেল ৪ ম্যাচে এখন পর্যন্ত কোন গোল হজম করতে হয়নি প্যারিসের দল টিকে। শতভাগ জয়ে তাদের পয়েন্ট ১২।
এদিকে গ্রুপ সি’র ম্যাচে স্টেফান শারাউয়ির দারুন পারফরম্যান্সে শক্তিশালি চেলসির বিপক্ষে বড় জয় পেয়েছে রোমা। নিজেদের মাঠে ম্যাচের মাত্র ১ মিনিটেই স্বাগতিক দর্শকদের উচ্ছ্বাসের উপলক্ষ এনে দেন শারাউয়ি। ম্যাচের ৩৬ মিনিটে দ্বিতীয় গোলে ব্যাবধান বাড়ান স্টেফান শারাউয়ি। বিরতির পর দিয়েগো পেরোট্টির গোলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রোমা। ২ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রোমা। ৭ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছে চেরসি।
Leave a reply