কাতালুনিয়ার বরখাস্ত প্রেসিডেন্ট কার্লেস পিজমন্টের নামে সমন জারি করলো স্প্যানিশ হাইকোর্ট। আগামী সপ্তাহে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে তাকে। সোমবার এ সমন জারি করা হয়।
পিজমন্টের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হচ্ছে, স্পেনের চিফ প্রসিকিউটের এমন ঘোষণার পরই এ আদেশ এলো। পিজমন্ট সরকারের ১৩ ব্যক্তির বিরুদ্ধেও একই আদেশ জারি করেছে আদালত। এদিকে, ঋণের দায় হিসেবে ৭০ লাখ মার্কিন ডলার পরিশোধে ৩ দিনের সময় বেধে দেয়া হয়েছে তাদের। স্প্যানিশ সরকারের চাপ উপেক্ষা করে গেল শুক্রবার কাতালুনিয়ায় স্বাধীনতা ঘোষণা করার পরই বরখাস্ত করা হয় পিজমন্ট সরকারকে। কেড়ে নেয়া হয় এ অঞ্চলের স্বায়ত্তশাসনও। বার্সেলোনা ছেড়ে পিজমন্ট আশ্রয় নেন বেলজিয়ামে।
Leave a reply