এনার্জি রেগুলেটরি কমিশন গণশুনানির নামে গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিশিষ্টজনেরা। আগামী ১১ মার্চ গণশুনানি অনুষ্ঠিত হবে। আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদী নাগরিক অবস্থান সমাবেশে বক্তারা এই অভিযোগ করেন। দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য কমিশনের কাছে দাবি জানান তারা।
সমাবেশে তারা আরো বলেন, দাম বৃদ্ধি নয়, গ্যাসখাতের দুর্নীতি ও অপচয় বন্ধ করতে হবে। শতভাগ মালিকানা নিশ্চিত করে স্থলে ও সমুদ্রের গ্যাস উত্তোলনের আহ্বান ও জানানো হয় সমাবেশে। এলএনজি আমদানির নামে ব্যবসায়ী ও কমিশন ভোগীদের পকেট ভারী করার অপনীতি বন্ধের দাবি জানানো হয় কর্মসূচিতে।
Leave a reply