নাটোরে সাংবাদিকদের সাথে র‌্যাব- ৫ এর মতবিনিময়

|

স্টাফ রিপোর্টার, নাটোর:

নাটোর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে র‌্যাব-৫।

আজ শনিবার সকালে র‌্যাব-৫ এর সিপিসি-২ নাটোর ক্যাম্পে সভায় জঙ্গি, মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ক্যাম্প কমান্ডার যায়েদ শাহরিয়ার।

তিনি বলেন, নাটোরে র‌্যাব দায়িত্ব গ্রহনের পর থেকে জঙ্গি, মাদক ও সন্ত্রাসী কর্মকান্ড নির্মূলে কাজ করে যাচ্ছে। র‌্যাবের কর্মকান্ড গতিশীল করতে করণীয় নির্ধারণে সাংবাদিকদের পরামর্শ গ্রহন করেন। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রচার করে র‌্যাবকে সহযোগীতা করায় জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সভায় সাংবাদিকদের মাঝে বক্তব্য রাখেন নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন, দেশ টিভির প্রতিনিধি রনেন রায়, যুগান্তরের স্টাফ রিপোর্টার মাহফুজ আলম মুনি, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাজমুল হাসান, ডেইলি স্টার ও ৭১ টিভির প্রতিনিধি বুলবুল আহমেদ, জনকণ্ঠ ও চ্যানেল নাইনের সাংবাদিক কালিদাস রায় প্রমুখ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply