দেবী শেঠির পরামর্শে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নেয়ার সিদ্ধান্ত

|

উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠির পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ওবায়দুল কাদের কে সিঙ্গাপুর নেয়ার সিদ্ধান্ত হয়েছে। সব প্রস্তুতি সম্পন্ন শেষ করে দ্রুত তাকে স্থানান্তর করা হবে।  দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএসএমএমইউ’র উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ওবায়দুল কাদেরের অবস্থা আগের চেয়ে ভালো, তবে তিনি শঙ্কামুক্ত নন। হাই ব্লাড সুগার ছিল এখন নরমাল আছে। ঘুমের ওষুধ দেয়া আছে, তবে শরীরের অবস্থার ওপর নির্ভর করবে উন্নতির মাত্রা।
তিনি আরও বলেন,  সব রিপোর্ট দেখে দেবি শেঠি বলেছেন, এখানকার কার্ডিওলজির ডাক্তাররা দারুন কাজ করেছে। এই অবস্থায় ফিরিয়ে এনেছে এখানকার ডাক্তাররা তা প্রশংসারযোগ্য। কারণ  ইউরোপ আমেরিকাতেও এর বেশি করার কিছু থাকে না।
ডা. কনক কান্তি বড়ুয়া বলেন,  এয়ার এম্বুলেন্স রেখে দেয়া হয়েছে। সিঙ্গাপুর থেকে আসা ডাক্তারদের বলা হয়েছে দ্রুত সময়ের মধ্যে নেয়ার জন্য ব্যবস্থা করার জন্য। এক থেকে দেড়ঘণ্টা লাগতে পারে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যেতে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply