টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের বাসাইলে উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ ঘটেছে।
সোমবার সকালে আওয়ামী লীগ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস ও স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ মনোনয়নপত্র জমা দেয়ার সময় একটি মিছিল বের করে। মিছিলকে কেন্দ্র করে দুই গ্রুপের পাল্টাপাল্টি সংঘর্ষ বাধে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়।
এদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অভিযোগ করে জানান, সংঘর্ষের সময় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবিসহ সকল ফার্নিচার ভাঙচুর করা হয়েছে।
বাসাইল থানার ওসি তুহিন আলী জানায়, আজকে উপজেলা পরিষদের নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন। দুই প্রার্থী একসাথে জমা দিতে আসার পথে দুইজনের কর্মীদের মাঝে সংঘর্ষ হয়। এতে আহত হয় দশজন। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Leave a reply