কলম্বিয়ায় লেজার এরিও এয়ারলাইনসের ডিসি-৩ নামক একটি বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছেন।
শনিবার ভিলাভিসেনসিওর কাছে লা বেনডিসিওন নামক স্থানে বিধ্বস্ত হয় বিমানটি। খবর সিএনএনের।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, বিমানটি স্যানজোসডেল গুয়াভিয়ার থেকে ১২ আরোহী নিয়ে ভিলাভিসেসিওতে যাচ্ছিল।
স্থানীয় সময় শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে বিমান থেকে ইমার্জেন্সি কল পাওয়া যায়।
কর্তৃপক্ষ আরও জানায়, বিধ্বস্ত বিমানটিতে কেউই বেঁচে নেই। এখনও নিহতদের পরিচয় জানানো হয়নি।
তবে তাৎক্ষণিক এ দুর্ঘটনার কারণ নিয়ে কোনো কিছু জানায়নি লেজার এরিও এয়ারলাইনস কর্তৃপক্ষ।
তবে বিবিসির খবরে বলা হয়, খারাপ আবহাওয়ার কারণে বিমানটিকে স্যানজোসডেল গুয়াভিয়ারে থামতে বলা হয়েছিল।
Leave a reply