বিদেশী চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন প্রচার করলে আইনী ব্যবস্থা: তথ্যমন্ত্রী

|

ক্যাবল নেটওয়ার্কে বাংলাদেশী চ্যানেল গুলোকে প্রথমে রাখা এবং বিদেশী চ্যানেলে বাংলাদেশী বিজ্ঞাপন প্রচার না করতে আরো কঠোর হচ্ছে সরকার। টেলিভিশন মালিকদের সংগঠন-এ্যাটকো’র নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা শেষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, বিদেশী চ্যানেলে বাংলাদেশী বিজ্ঞাপণ প্রচার করলে ১ এপ্রিল থেকে আইনী ব্যবস্থা নেয়া হবে। মন্ত্রি জানান, বাংলাদেশে অনুমোদিত টিভি চ্যানেল ৪৪টি। এর বাইরে যারা অনলাইনে ও আইপি টিভি চালাচ্ছেন তারা অবৈধ।

তথ্যমন্ত্রী বলেন, আগামী ১ মে থেকে বাংলাদেশী সব চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের আওতায় আসবে। প্রথম তিন মাস ফ্রি সুবিধা পাবে চ্যানেলগুলো। এ সময় এ্যাটকোর পক্ষ থেকে এসব দাবি কার্যকরের দাবি জানানো হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply