মার্কিন মন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

|

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক ও আর্থিক সহায়তার মাধ্যমে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। কুতুপালং ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান মার্কিন প্রতিনিধি দল।

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে ৪ সহকারী মন্ত্রীর নেতৃত্বে  ৪৩ সদস্যের মার্কিন প্রতিনিধি দল আজ কুতুপালং ক্যাম্পে আসেন। উদ্বাস্তুদের সাথে কিছু সময় কাটান তারা। এ সময় মিয়ানমার সরকারের ওপর চাপ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেয় মার্কিন প্রতিনিধি দল। রাখাইনে অবর্ণনীয় নির্যাতনের শিকার রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেন প্রতিনিধি দলটি। কিভাবে স্বেচ্ছায় ও মর্যাদার সঙ্গে তাদের ফেরত পাঠানো যায় তা খুঁজে বের করার কথা বলেন তারা।

আন্তর্জাতিক সংস্থাগুলো সংকট সমাধানে আন্তরিকভাবে কাজ করছে জানিয়ে মার্কিন সহকারি মন্ত্রী সাইমন হ্যানশ বলেন, বিষয়টি সমাধানে কূটনৈতিক ও আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র।

বড় এই সংকটের রাজনৈতিক সমাধান দরকার বলেও উল্লেখ করেন মার্কিন প্রতিনিধি দলটি।

টিবিজেড/

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply