নাইজেরিয়ার লাগোসে একটি স্কুলের ভবন ধসে ১৪ শিশুর মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে আরও অন্তত ৪০ জনকে।
স্থানীয় প্রশাসন বলছে, ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে শিশুসহ শতাধিক মানুষ। চলছে উদ্ধার অভিযান।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, লাগোসের জনবহুল ইতা ফাজি এলাকায়, তিন তলা একটি আবাসিক ভবনের ওপরের তলায় চলতো প্রাইমারি স্কুলের কার্যক্রম। স্থানীয় সময় বুধবার সকালে তা হঠাৎই ধসে পড়ে। তবে, এ দুর্ঘটনায় মোট কতজন শিশু আটকা পড়ে আছে সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। ২০১৬ সালে দেশটিতে একটি গির্জার ভবন ধসের ঘটনায় প্রাণ যায় শতাধিক মানুষের।
Leave a reply