মানুষকে ধোঁকা দিতেই বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে ‘মানহানি’ মামলা: আইনমন্ত্রী

|

নিজেদের দেশের মানুষকে ধোঁকা দিতেই রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন (আরসিবিসি) ‘মানহানি’ মামলা করেছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।

দুপুরে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, ফিলিপিন্স সরকার ফিলিপাইনের সিনেট পর্যন্ত হ্যাকিংয়ে জড়িত থাকার জন্য আরসিবিকে দায়ী করেছে। সেখানে বাংলাদেশ যদি কোনো আইনী ব্যবস্থা নেয় তাহলে সেটা মানহানিকর কিছু নয়।’ চুরির এ ঘটনায় আরবিসির ছয় কর্মকর্তার বিরুদ্ধে ফিলিপাইনের অ্যান্টি-মানি লন্ডারিং কাউন্সিল মামলা করেছে। এ ঘটনায় জড়িতরা মানহানিকর আক্রমণের অভিযোগ তুলে গত ৬ মার্চ উল্টো মানহানির মামলা করে আরসিবিসি। এসময় দেশে বিদ্যুৎ প্ল্যান্ট তৈরিতে জাপানকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply