জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজির হলের ট্রাংক থেকে নবজাতক উদ্ধার ও পরে হাসপাতালে মারা যাবার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
হলের সহকারী আবাসিক শিক্ষক রাবেয়া খাতুন তানিয়াকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেয়া হয়েছে ওই কমিটিকে।
শনিবার বেলা আড়াইটার দিকে ওই ছাত্রীর চিৎকার শুনে আশপাশের শিক্ষার্থীরা তার প্রসব বেদনার কথা জানতে পারেন। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে এনাম মেডিকেল কলেজে স্থানান্তর করেন। এরপর তার কক্ষ থেকে নবজাতকের কান্নার আওয়াজ পাওয়া যায়। খোঁজাখুজি করে ট্রাঙ্ক থেকে নবজাতককে উদ্ধার করে হল প্রশাসন। পরে নবজাতককেও এনাম মেডিকেল কলেজে নেয়া হলে রাতে মারা যায়।
Leave a reply