গ্লাসগো স্বাধীনতা সম্মাননা হারালেন অং সান সু চি

|

Myanmar's State Counsellor Aung San Suu Kyi, delivers an opening speech during the Union Peace Conference-21st Century Panglong (Second Session) at the Myanmar International Convention Centre, in Naypyitaw, Myanmar, Wednesday, May. 24, 2017. (AP Photo/Aung Shine Oo)

রোহিঙ্গা ইস্যুতে এবার স্কটল্যান্ডের গ্লাসগো স্বাধীনতা সম্মাননা হারালেন মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি। শুক্রবার এ পুরস্কার ছিনিয়ে নেয় গ্লাসগো সিটি কাউন্সিল।

রাখাইনে সহিসংতা বিষয়ে নীরব ভূমিকার কারণে এ পদক্ষেপ নেয় তারা। গ্লাসগো সিটি কাউন্সিলর জানান, সহিংসতা বন্ধে অং সান সু চি’কে লিখিত অনুরোধ জানানোর পরও এ বিষয়ে তার অবস্থান হতাশাজনক। এরপরই সু চি’র সম্মাননা প্রত্যাহারের প্রস্তাব তোলা হয় কাউন্সিলে। মিয়ানমারের গণতান্ত্রিক অধিকার আদায়ে আপোসহীন ভূমিকার কারণে ২০০৯ সালে সু চিকে ফ্রিডম অব গ্লাসগো সম্মানে ভূষিত করা হয়েছিল। এক দিন আগেই সু চির কাছ থেকে ছিনিয়ে নেয়া হয় শেফিল্ড স্বাধীনতা পুরস্কারও। ২০০৫ সালে এ সম্মাননা অর্জন করেছিলেন সু চি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply