নিউজিল্যান্ডের অস্ত্র আইন পরিবর্তনের প্রস্তাবে মন্ত্রিসভার সম্মতি

|

নিউজিল্যান্ডের অস্ত্র আইন পরিবর্তন প্রস্তাবে সমর্থন জানিয়েছে দেশটির মন্ত্রিপরিষদ। সোমবার এক বিফ্রিংয়ে এ বিষয়ে নিশ্চিত করেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

শুক্রবার ক্রাইস্টচার্চের দুটি মসজিদে এলোপাতাড়ি গুলি চালিয়ে ৫০ জনকে হত্যার পরই; জোরেশোরে উঠে এসেছে অস্ত্র আইন সংস্কারের দাবি। সবার অভিযোগ, কিভাবে ব্রেন্টন ট্যারান্টের মতো একজন সাধারণ মানুষের হাতে এলো সামরিক স্টাইলের সেমি অটোমেটিক রাইফেল? সে বিষয়গুলো স্পষ্ট করার পাশাপাশি আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয় ইস্যুতেও বেশ কিছু প্রস্তাবনা রাখেন প্রধানমন্ত্রী।

এদিকে, পূর্ব-ঘোষণা অনুসারে আজ থেকে বুধবার পর্যন্ত চলবে পরিবারের কাছে নিহতদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া। এরইমাঝে, দাফনের জন্য ‘ক্রাইস্টচার্চ মেমোরিয়াল সিমেট্রি’তে সরকারের দেয়া বিশেষ স্থান প্রস্তুত রাখা হয়েছে। বর্ণবিদ্বেষী ঐ হামলায় নিহতদের মধ্যে রয়েছেন ৫ বাংলাদেশিও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply