বাংলাদেশ-মিয়ানমার পাল্টাপাল্টি সাইবার হামলা

|

মিয়ানমারের সাইবার হামলার বিপরীতে পাল্টা আঘাত করেছে বাংলাদেশের দুটো সাইবার টিম। মিয়ানমারের হ্যাকারদের কব্জায় চলে যাওয়া ৫৫টি বাংলাদেশি সাইটের বড় অংশ উদ্ধার করেছে তারা। পাশাপাশি, মিয়ানমায়ের বেশ কিছু সাইটেও তারা পাল্টা সাইবার হামলা চালিয়েছে বলে জানা গেছে। বাংলাদেশের সাইবার টিম দুটো হলো ডন’স টিম ও সাইবার ৭১।

যমুনা টেলিভিশনকে একজন সাইবার যোদ্ধা জানান, মিয়ানমারের কিছু হ্যাকার কোনো কারণ ছাড়া বাংলাদেশের সাইবার স্পেসে হামলা করে। গত ১৫ মার্চ থেকে তারা বাংলাদেশের সরকারি-বেসরকারি অন্তত ৫৫টি ওয়েবসাইট হ্যাক করে তাদের পতাকা ঝুলিয়ে দিয়েছে। জাতিগত নিধনের অভিযোগ অস্বীকার করে রোহিঙ্গাদের ‘বাঙালি’ উল্লেখ করে তাদের ঠিকানা বাংলাদেশ বলেই উল্লেখ করেছে তারা।

তারা মিয়ানমারের আইন, বাণিজ্য, জনসংযোগ মন্ত্রণালয় ও ব্যাংকের বেশকিছু সাইট ডাউন করে দিয়েছে। বাংলাদেশি হ্যাকাররা সাইট হ্যাক করে লিখেছে, ‘অনেকদিন যাবত তোমাদের সাইবার স্পেস পরিদর্শন করা হয় না। মনে হচ্ছে, মিয়ানমারের ওয়েবসাইট প্রতিদিন কমে যাচ্ছে। আমাদের নিয়ে প্রোপাগাণ্ডা বন্ধ কর। তোমরা খেলা শুরু করেছ, আমরা শেষ করবো। জয় বাংলা।’

শেষ খবর পাওয়া পর্যন্ত মিয়ানমারও হ্যাক হওয়া কয়েকটি সাইট উদ্ধার করতে সক্ষম হয়েছে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply