মিয়ানমারের সাইবার হামলার বিপরীতে পাল্টা আঘাত করেছে বাংলাদেশের দুটো সাইবার টিম। মিয়ানমারের হ্যাকারদের কব্জায় চলে যাওয়া ৫৫টি বাংলাদেশি সাইটের বড় অংশ উদ্ধার করেছে তারা। পাশাপাশি, মিয়ানমায়ের বেশ কিছু সাইটেও তারা পাল্টা সাইবার হামলা চালিয়েছে বলে জানা গেছে। বাংলাদেশের সাইবার টিম দুটো হলো ডন’স টিম ও সাইবার ৭১।
যমুনা টেলিভিশনকে একজন সাইবার যোদ্ধা জানান, মিয়ানমারের কিছু হ্যাকার কোনো কারণ ছাড়া বাংলাদেশের সাইবার স্পেসে হামলা করে। গত ১৫ মার্চ থেকে তারা বাংলাদেশের সরকারি-বেসরকারি অন্তত ৫৫টি ওয়েবসাইট হ্যাক করে তাদের পতাকা ঝুলিয়ে দিয়েছে। জাতিগত নিধনের অভিযোগ অস্বীকার করে রোহিঙ্গাদের ‘বাঙালি’ উল্লেখ করে তাদের ঠিকানা বাংলাদেশ বলেই উল্লেখ করেছে তারা।
তারা মিয়ানমারের আইন, বাণিজ্য, জনসংযোগ মন্ত্রণালয় ও ব্যাংকের বেশকিছু সাইট ডাউন করে দিয়েছে। বাংলাদেশি হ্যাকাররা সাইট হ্যাক করে লিখেছে, ‘অনেকদিন যাবত তোমাদের সাইবার স্পেস পরিদর্শন করা হয় না। মনে হচ্ছে, মিয়ানমারের ওয়েবসাইট প্রতিদিন কমে যাচ্ছে। আমাদের নিয়ে প্রোপাগাণ্ডা বন্ধ কর। তোমরা খেলা শুরু করেছ, আমরা শেষ করবো। জয় বাংলা।’
শেষ খবর পাওয়া পর্যন্ত মিয়ানমারও হ্যাক হওয়া কয়েকটি সাইট উদ্ধার করতে সক্ষম হয়েছে।
মিয়ানমার থেকে হ্যাক করা বাংলাদেশের ৫৫টি ওয়েবসাইটের তালিকা-
http://ghosherhatsschool.edu.bd/index.html
http://shishuniketanss.edu.bd/mm.html
http://ramnagorgirlss.edu.bd/index.html
http://www.habibpurghschool.edu.bd/index.html
http://www.jogirkandasgschool.edu.bd/index.html
http://www.bhabanipurhiss.edu.bd/index.html
http://kafilarss.edu.bd/index.html
http://puranparahighschool.edu.bd/index.html
http://shishuniketanss.edu.bd/mm.html
https://www.lhcb.org.bd/
https://www.rpmp.gov.bd/
https://hopefoundation-bd.org/http://kvpssonisamaj.com/
http://ismc.ac.bd/
http://www.suvastu.com.bd
http://www.kdsaccessories.com
https://www.dusairesorts.com/guest-reviews
http://www.hafsaind.com/
http://www.nurealahee.com
http://www.oceanparadisehotel.com
http://www.peninsulactg.com
http://nsdctg.navy.mil.bd
http://bangla.energynewsbd.com/index.html
http://energynewsbd.com/index.html
http://dip1.btebadmission.gov.bd/
https://www.islctg.com/
https://basis.org.bd/
http://chanderhatghs.edu.bd/http://payment.basis.org.bd
http://holokhanahschool.edu.bd/
http://kkshs.edu.bd/http://holokhanahschool.edu.bd
http://cbphs.edu.bd/
http://bkjilbuniaahmadidakhilmadrasa.edu.bd/
http://luxmikanta-hs.edu.bd/
http://chanderhatghs.edu.bd/
http://www.pbdm.edu.bd/
http://dhakaoxfordintcollege.edu.bd/
http://www.hamchapurdakhilmadrasah.edu.bd/
http://kuhardahramsecondaryschool.edu.bdhttp://www.gulgiaiamadrasha.edu.bd
http://kmboulpuriamadrasha.edu.bd/
http://chipabaraikhalisecondaryschool.edu.bd/
http://abdulazizmemorialhighschool.edu.bd/
http://bamondanganmhs.edu.bd/
http://kamarparaschoolandcollege.edu.bd/
http://www.rohringya.org/
http://ekhotiancoxsbazarsadar.gov.bd/backend/
http://www.farebuilders.com.bd/
http://www.prohornews.com/
https://www.mobilemela.com.bd/
http://www.moonstar.com.bd/বাংলাদেশ থেকে হ্যাক করা মিয়ানমারের কয়েকটি ওয়েবসাইটের তালিকা-
MYANMAR INDUSTRY PORTAL Hacked site:
http://industry.gov.mm/
http://zone-h [.] com/mirror/id/32278431Ministry of Industry, Myanmar Government. Hacked
site:
http://moi.industry.gov.mm/http://zone-h [.] com/mirror/id/32278431
Department of consumer affairs, Myanmar Government. Hacked
site:
http://doca.gov.mm
https://mirror-h[.]org/zone/2075824/Constitutional Tribunal of Myanmar, Supreme court of Myanmar. Hacked
site:
https://www.myanmarconstitutionaltribunal.org.mm/http://zone-h[.]com/mirror/id/32278428
Asean Economic Community Myanmar, Hacked: http://www.aec.com.mm/
Ministry of Foreign Affairs, Government of myanmar. Down
site:
http://www.mofa.gov.mmDepetrement of Meteorology, Mynamar
http://www.myanmarchm.gov.mm/
Myanma Economic Bank: MEB, Down.
Site:
http://www.meb.gov.mm/Department of Agrarian Reform, Down
Site:
https://www.dar.gov.mm/
Leave a reply