রোহিঙ্গাদের জন্য বিশ্বব্যাংক ও কানাডার ৫ কোটি ডলার অনুদান

|

রোহিঙ্গাদের জন্য বিশ্বব্যাংক ও কানাডা সরকার ৫ কোটি ডলার দিচ্ছে। এরমধ্যে চারটি সহযোগী সংস্থা ৩ দশমিক ৫ কোটি ডলার আর স্বাস্থ্য মন্ত্রণালয় দেড় কোটি ডলার খরচ করবে।

দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্য সেবা অব্যাহত রাখতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, ইউএনএফপিএ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে এনিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এসময়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

অনুদানের টাকার যেন সঠিক ব্যবহার হয় এজন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply