ড.মুহম্মদ জাফর ইকবাল হত্যা-চেষ্টা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে আজ। বিচার প্রক্রিয়ার প্রথম দিনে সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ইশফাকুল হোসেন। সকাল ১১ টায় সিলেট অতিরিক্ত মহানগর দায়রা জজ মমিনুন নেসার এ সাক্ষ্য গ্রহণ করেন।
মামলার আইনজীবী অতিরিক্ত পিপি মাসুক আহমদ জানান মামলায় মোট ৫৬ জনকে সাক্ষী করা হয়েছে। তার মধ্যে আজ ৬ আসামীর মধ্যে ৫ আসামীর উপস্থিতিতে মামলার বাদীর সাক্ষ্য নেয়া হয়েছে।
গত বছরের ৪ অক্টোবর চার্জগঠন হওয়ার পর মামলার বিচার প্রক্রিয়ার প্রথম কার্যদিবস ছিল আজ। সেই সাথে আগামী ২৫ এপ্রিল পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ দিয়েছেন আদালত ।
উল্লেখ্য গত বছরের ৩ মার্চ বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে বরেণ্য অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা চালায় ফয়জুল।ওই দিন রাতেই ফয়জুলকে প্রধান আসামী করে জালালাবাদ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ইশফাকুল হোসেন।
Leave a reply