পুলিশকে ফুল দিলো আন্দোলনরত শিক্ষার্থীরা

|

বাসচাপায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হওয়ার ঘটনায় তৃতীয় দিনের মতো নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর প্রগতি সরণিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ডিউটিরত পুলিশদের গোলাপ ফুল দিয়ে স্বাগত জানায়। দুপুরের কড়া রোদে পুলিশ সদস্যেদের খাবার পানিও এগিয়ে দেয় শিক্ষার্থীরা।

এদিকে ফুল দেয়ায় পুলিশের কর্মকর্তারাও অবাক হয়েছেন। তারা শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ আচরণের উচ্ছাস প্রকাশ করেন।

এসআই মো. ওয়াজেদ আলী, কালকের পরে আজকে যখন ছাত্ররা আমাদের ফুল দিচ্ছিলো, আমাদের বিশ্বাস হচ্ছিলো না। তবে আমাদের খুব ভালো লেগেছে। আজকে গাড়ি চলাচলে বাধা না দিয়ে শান্তিপূর্ণ মানববন্ধন করায় আমরাও ছাত্রদের কর্মসূচিতে সহযোগিতা করেছি।

এরআগেও এরকম ঘটনা ঘটেছিলো, এ বছরের আগস্টেরাজশাহীতে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ঠাণ্ডা পানি ও চকলেট বিতরণ করে পুলিশ। বিপরীতে পুলিশকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানায় শিক্ষার্থীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply