মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেলের উৎপাদন বাড়াবে ইরান

|

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে খনিজ তেলের উৎপাদন বাড়াবে ইরান। তৈরি করবে নতুন কর্মসংস্থান এবং নিয়ন্ত্রণে আনবে মুদ্রাবাজার।

পারস্য নববর্ষ- নওরোজ উপলক্ষ্যে জাতিকে এ প্রতিশ্রুতি দেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বলেন, অর্থনীতিতে বরাবরই মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব সফলভাবে এড়িয়েছে তেহরান। সরকারের প্রতি আহ্বান জানান, শত্রুকে মোকাবেলা ও জাতীয় উৎপাদন বাড়াতে আরও কৌশলী হওয়ার। একইদিন, দেশে চলমান অর্থনৈতিক সংকটের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। বলেন, ঐক্যবদ্ধ প্রয়াসে ঠেকানো সম্ভব বিদেশি শক্তির অনুপ্রবেশ।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, “বিভক্তি সৃষ্টির মাধ্যমে অস্থিরতা তৈরির জন্য নানাভাবে আমাদের সম্প্রীতিতে ফাটল ধরানোর চেষ্টা চলছে। সমস্যার মূল কারণ মার্কিন নিষেধাজ্ঞা। অথচ শুধু অর্থনৈতিক সংকটকে হাতিয়ার করে পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে শত্রুপক্ষ। যুক্তরাষ্ট্রের লক্ষ্য ভেস্তে দিতে জাতি হিসেবে ইরান আরও ঐক্যবদ্ধ হবে।”


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply