বিচারপতির বাসায় গিয়ে ঘুষ দাবি: এএসআইয়ের এক বছরের কারাদণ্ড

|

পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য বিচারপতির বাসায় গিয়ে ঘুষ দাবি করায় এক এএসআইকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ দণ্ড দেন। সাজাপ্রাপ্ত সাদেকুল ইসলাম স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি সাময়িক বরখাস্ত অবস্থায় আছেন।

আদালত সূত্রে জানা যায়, বিচারক আসামিকে দণ্ডবিধির ৪১৯ ধারায় এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়া দুদক আইনের ৫ (২) ধারায় এক বছর বিনাশ্রমে কারাদণ্ড দেন। উভয় দণ্ড পৃথকভাবে চলবে বলে আদেশে বলেন বিচারক। রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন আসামি।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৬ সালের ২৩ আগস্ট বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের দুই মেয়ের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য এএসআই (সাময়িক বরখাস্ত) সাদেকুল ইসলাম তার বাসায় যান। এসময় বিচারপতির স্ত্রী ডা. সাবরিনা মোনাজিলিন চা-নাস্তার জন্য সাদেকুলকে বকশিস দিতে চাইলে তিনি তা নিতে অস্বীকৃতি জানান। এসময় সাদেকুল দুই হাজার টাকা ঘুষ দাবি করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply