সুবর্ণচরে গণধর্ষণ: রুহুল আমিনের জামিন আদেশ প্রত্যাহার

|

নোয়াখালীর সুবর্ণচরে এক নারীকে গণধর্ষণের ঘটনায় করা মামলার অন্যতম আসামি মো. রুহুল আমিনকে জামিন প্রত্যাহার করে নিয়েছেন হাইকোর্ট। শুক্রবার (২৩ মার্চ) সকালে আদালত তার রুহুল আমিনের জামিনের আদেশ প্রত্যাহার করেন।

এরআগে হাইকোর্টের অবকাশকালীন একটি ডিভিশন বেঞ্চ সোমবার তাকে এক বছরের অন্তর্বর্তীকালীন জামিন দেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতে নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের ঘটনায় ধর্ষিতার স্বামী ৩১ ডিসেম্বর চরজব্বার থানায় মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, ৩০ ডিসেম্বর রাতে পূর্ব বিরোধের জের ধরে আসামিরা ঘরে ঢুকে স্বামী ও স্ত্রীকে মারধর করে। এক পর্যায়ে স্ত্রীকে ঘরের বাইরে নিয়ে আসামিরা পালাক্রমে ধর্ষণ করে।

রুহুল আমিন সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও চর জুবলি ইউনিয়নের সাবেক ইউপি মেম্বার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply