চলে গেলেন কিংবদন্তী শিল্পী শাহনাজ রহমতউল্লাহ। শনিবার রাত সাড়ে এগারোটায় বারিধারার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী শিল্পী। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৭ বছর।
রোববার বাদ জোহর বারিধারা বাইতুল আতিক মসজিদে তার নামাজে জানাজা ও বনানী সামরিক কবরস্থানে তাকে দাফনের কথা জানিয়েছে শিল্পীর পরিবার। রেডিও, টেলিভিশনে ছিল তার দাপুটে অংশগ্রহণ। ১৯৯০ এর জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ৯২ এ দেশের সর্বোচ্চ সম্মাননা একুশে পদক,ও ২০০৮ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আজীবন সম্মাননাসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন এই শিল্পী। ২০০৮ সালে কন্ঠ দিয়েছিলেন শেষ অ্যালবাম ‘মেঘ রদ্দুরে’। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে গান গাওয়ার কথা থাকলেও সে ইচ্ছা অপূরণীয়ই থেকে গেল শাহনাজ রহমতউল্লাহর।
Leave a reply