এক বছর পর মঞ্চে উঠে গান গাইলেন ‘অর্থহীন’ ব্যান্ডের ‘বেজবাবা’ সুমন। ক্যান্সারের সাথে প্রতিনিয়ত বেঁচে থাকার যুদ্ধে লিপ্ত লড়াকু এ সৈনিক মাতালেন সিডনি প্রবাসী বাংলাদেশিদের। অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘লিসেন ফর’ আয়োজিত কনসার্টে আরও অংশ নেন জেমস এবং তার ব্যান্ড ‘নগর বাউল’।
ক্যান্সারসহ জটিল সব শারীরিক সমস্যায় আক্রান্ত সুমন গানকেই মনে করেন তার বেঁচে থাকার মহৌষধ। সড়ক দুর্ঘটনার পর অস্ত্রোপচার হয়েছে মেরুদন্ডে। পুরোটা সময় তাই বসেই গান গাইলেন ‘বেজবাবা’। ডাক্তারের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ভক্তদের মন ভরালেন মেটালিক গানে।
সুমনের ফেরার কনসার্টেও অবশ্য মূল আকর্ষণ জেমস ও তার দল। ‘দুষ্টু ছেলের দল’ কিংবা ‘মিরাবাঈ’র মতো গানে দর্শকদের উম্মাতাল করে তোলেন জেমস। সিডনির বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়েই অস্ট্রেলিয়া সফর শুরু হলো তার। দর্শক মাতিয়েছেন চিত্রনায়ক অনন্ত জলিলও।
বাংলাদেশের অবহেলিত শিশুদের সাহায্যের লক্ষ্যে তৃতীয়বারের মতো এমন কনসার্টের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লিসেন ফর’। মুনমুনের সঞ্চালনায় কনসার্টে আরো পারফর্ম করেন ডি রকস্টার শুভ এবং ডিজে রাহাত।
Leave a reply