ফরিদপুর প্রতিনিধি
আজ ২৬ মার্চ, মঙ্গলবার মহান স্বাধীনতা দিবস। দিবসটি পালনে সারাদেশব্যাপী সরকারী বেসরকারী নানা উদ্যোগ নেয়া হয়েছে। সারাদেশের ন্যায় দিবসটি পালিত হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলাতেও।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয়। জেলার ভাঙ্গা উপজেলায় এক আওয়ামীলীগ নেতার কর্মকাণ্ডে শহীদ প্রতি শ্রদ্ধা জানানোর এই আয়োজন প্রশ্নবিদ্ধ হয়েছে।
শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পণের এর সময় জুুতা পায়ে বেদীতে উঠেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা। বিষয়টি চোখে পরার সাথে সাথেই গুঞ্জন শুরু হয় উপস্থিত জনতার মধ্যে।
বিষয়টি তাৎক্ষণিক অনেকের দৃষ্টি আকর্ষণ করলেও দীর্ঘ সময় তিনি শহীদ বেদিতে হাটাহাটি সহ পুস্পস্তবক অর্পণে অংশ নেন। এক পর্যায়ে স্থানীয় এক সাংবাদিকের অনুরোধে তিনি জুতা খুলতে বাধ্য হন।
এই ব্যাপারে আকরামুজ্জামান রাজা’র বক্তব্য জানতে তার মুঠোফোনে যোগযোগ করে এই প্রতিবেদক। তিনি জানান, ভোরে ঘুম থেকে উঠেই পুস্পস্তবক অর্পণ অনুষ্ঠানে হাজির হয়েছি। ঘুম চোখে বিষয়টি আমার খেয়াল ছিল না। ঘটনাটি অনাকাঙ্খিত ভুল বলেও উল্লেখ করেন তিনি।
টিবিজেড/
Leave a reply