শিক্ষার্থীদের রাজাকারের সন্তান বলার প্রতিবাদসহ ১০ দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভিসির বিরুদ্ধে বিক্ষোভ করছে ছাত্র-ছাত্রীরা। আজ বুধবার সকালে ক্লাস-পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
স্লোগান স্লোগানে ভিসিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা। এছাড়া সাংস্কৃতিক চর্চার জন্য টিএসসি অবমুক্ত করা, বাসের সংখ্যা বৃদ্ধি, ছাত্র সংসদ নির্বাচন দেয়াসহ ১০ দফা দাবি তুলে ধরেন। দ্রুত এসব দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেয়ার হুমকিও দেন বিক্ষুব্ধরা।
Leave a reply