নারায়ণগঞ্জে ৭ খুন: হাইকোর্টের রায় পেছালো

|

বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সকালে রায়ের নতুন তারিখ ধার্য করেন।

সাত খুনের ঘটনায় দায়ের করা দুই মামলার বিচার শেষে গত ১৬ জানুয়ারি ২৬ জনের ফাঁসির আদেশ দেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন। রায়ে, বাকি ৯ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজন অপহৃত হন। তিনদিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়। মূল আসামি নূর হোসেন ও র‍্যাবের বরখাস্তকৃত ৩ কর্মকর্তাসহ ২৬ আসামির মৃত্যুদণ্ড বহাল থাকবে বলে আশা নিহতদের স্বজনদের।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply