জঙ্গিবাদ দমনে র্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর সাফল্য বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাবের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জঙ্গিবাদ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি সামাজিক সচেতনতাও বাড়াতে হবে। প্রধানমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার কারণেই জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। এসময় সুন্দরবনকে দস্যুমুক্ত করায় র্যাবকে ধন্যবাদ জানান তিনি। সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার সব ধরনের সহায়তা দেবে বলে আশ্বস্ত করেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, অন্যায়কারীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে, তবে নিরাপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সজাগ থাকতে হবে। ২০৪১ সালের মধ্যে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সব ধরনের পদক্ষেপই সরকার গ্রহণ করেছে বলে জানান প্রধানমন্ত্রী।
টিবিজেড/
Leave a reply