রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসির মার্কেটে আগ্নিকাণ্ডে গুলশান এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
এর ফলে চরম দুর্ভোগে পড়েন অফিসগামী যাত্রীসহ শিক্ষার্থীরা।
মার্কেটের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট, নৌবাহিনীর ২ টি ইউনিট ও সেনাবাহিনী যুক্ত হয়েছে ।
শনিবার ভোর সোয়া ৬টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। সকাল সাড়ে ৮টা নাগাদ আগুন আংশিক নিয়ন্ত্রণে এলেও চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কাঁচাবাজার থেকে আগুন পাশের শপিং সেন্টারের ৩য় তলায়ও আগুন ছড়িয়ে পড়েছিল। সেটিও নিয়ন্ত্রণে আনা হয়েছে।
আগুনে কাঁচা বাজারের ১৮৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।গত বছরের ২ জানুয়ারি একই মার্কেটে আগুন লেগেছিল।
টিবিজেড/
Leave a reply