ডিএনসিসি এই মার্কটে অগ্নি নির্বাপনের কোন ব্যবস্থা ছিলো না এমনকি আগে আগুন লাগার পর যেসব সুপারিশ করা হয়েছিলো তা বাস্তবায়ন করা হয়নি। এমনটাই জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। সকালে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়
তারা আরও জানান, এই মার্কেটের আশে পাশে পানি নেই। অনেক দূর থেকে লেকের পানি আনতে হয়েছে। অথচ মার্কটের নিজস্ব পানি রিজার্ভার থাকার কথা সেটাও নাই। এখানে অগ্নি নির্বাপনের কোন ব্যবস্থা ছিলো না।
ফায়ার সার্ভাস আরও জানায়, কোন হতাহতের খবর তাদের কাছে নেই। এবং পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ কি তা জানিয়ে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিবে তদন্ত কমিটি।
আজ শনিবার ভোর সোয়া ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট, নৌবাহিনীর ২ টি ইউনিট ও সেনাবাহিনী কার্যক্রমে সকাল সাড়ে ৮টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।
টিবিজেড/
Leave a reply