রংপুরে নতুন করে উন্নয়ন প্রকল্প না নিতে ইসির নির্দেশনা

|

রংপুর সিটি করপোরেশনের নির্বাচনী এলাকায় প্রধানমন্ত্রীসহ সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিরা উন্নয়ন কাজে কোন ধরণের অর্থ অবমুক্ত না করার নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন।

গতকাল সোমবার কমিশনের ওয়েবসাইটে ইসির সহকারি সচিব রাজীব আহসান স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা দেয়া হয়। এ নির্দেশনা কার্যকর থাকবে তফসিল ঘোষণার পর থেকে ফল গ্রেজেট আকারে প্রকাশ পর্যন্ত।

তাতে আরও বলা হয়, নির্বাচনী এলাকায় নতুন করে কোন উন্নয়ন প্রকল্প হাতে নেয়া যাবে না। ভোটের আগে কোন সরকারি, আধা সরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের রাজস্ব বা উন্নয়ন তহবিলভুক্ত কোন উন্নয়ন প্রকল্পের অনুমোদন, ঘোষণা, ভিত্তিপ্রস্তর স্থাপন বা ফলক উন্মোচন করা যাবে না।

সরকারি সুবিধাভোগীর মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পীকার, মন্ত্রী, চিপ হুইপ, ডেপুটি স্পীকার, বিরোধী দলের নেতা, সংসদ উপনেতা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা সমপর্যায়ের কোন ব্যক্তি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply