জীবনের শেষ দৌড়টা আর শেষ করতে পারলেন না উসাইন বোল্ট! ১০০ মিটারে ব্যর্থতার পর শেষবারের মতো ৪ গুনিতক ১০০ মিটার রিলেতে পায়ে চোট পেয়ে দৌড় না শেষ করেই ট্র্যাককে বিদায় জানালেন এই জ্যামাইকান সুপারস্টার।
অলিম্পিকে আটটি সোনা জয়ী বোল্ট শনিবার রিলেতে শেষের ১০০ মিটারে হাতে পান ব্যাটন। কিন্তু ৩০ মিটার পেরুনোর আগেই পা-য়ে টান লেগে ট্র্যাকে পড়ে গেলে ধূলিসাৎ হয়ে যায় সব জল্পনা কল্পনা। রেস থেকে ছিটকে যাবার আগ মুহূর্ত পর্যন্তও জ্যামাইকা ছিলো গ্রেট ব্রিটেন আর যুক্তরাষ্ট্রের ঠিক পেছনেই। জ্যামাইকা ছিটকে পড়ায় ব্রোঞ্জ জিতে নেয় জাপান। আর ৩৭ দশমিক ৪৭ সেকেন্ডে গ্রেট ব্রিটেন প্রথম ও ৩৭ দশমিক ৫২ সেকেন্ড নিয়ে দ্বিতীয় হয় গ্যাটলিনের যুক্তরাষ্ট্র।
আগেই জানিয়েছিলেন, বিদায়ী আসরে ২০০ মিটার দৌড়াবেন না তিনি। ১০০ ও ৪*১০০ মিটার রিলেতে সোনা জিতে ক্যারিয়ারের শেষটাও স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন। কিন্তু, ১০০ মিটারে তৃতীয় হওয়ার পর শেষটা হলো আরও হতাশার। তবে, বোল্ট যে স্মরণীয় হয়ে থাকবেন তাতে কোনো সন্দেহ নেই।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply