কঙ্কাল চুরি করতে গিয়ে আটক, এলাকাবাসীর গণপিটুনী

|

গাজীপুরে নিজমাওনা এলাকায় কঙ্কাল চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়ে এক যুবক। পরে এলাকাবাসী গণপিটুনি দেয়।

জানা যায়,  প্রতিনিয়ত গাজীপুরের শ্রীপুরে প্রায়ই কবর খুড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটে।  কবর রক্ষায় বেশ কয়েকটি গ্রামের লোকজন রাতে পাহাড়াও দেয়। গতকাল রোববার ভোর রাতে উপজেলার নিজমাওনা এলাকা থেকে কবর খুঁড়া অবস্থায় চোর চক্রের একজনকে ধরে ফেলে গ্রামবাসী। পরে ওই যুবককে গণপিটুনী দিয়ে পুলিশে দেয় স্থানীয়রা।

পুলিশের জানায়, ধৃত চোরের তথ্য নিয়ে  অভিযান চালিয়ে চুরি হওয়া কয়েকটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। আটককৃত মুছার বাড়ি জামালপুরে। সে স্থানীয় একটি ফিড মিলে চাকরি করতো। প্রাথমিকভাবে আটক মুছা কঙ্কাল চুরির কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ ।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply