নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দেশের উত্তরাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
সুরমার পানি বেড়ে নতুন করে প্লাবিত হয়েছে সুনামগঞ্জ সদরের নবীনগর-পশ্চিমবাজার ও তেঘরিয়া এলাকা। বেড়েছে কংস নদের পানিও। এতে নেত্রকোণার কলামাকান্দার ৮টি ইউনিয়ন এবং বারহাট্টা-দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার অন্তত ৫০টি গ্রামের মানুষ পানিবন্দি হয়েছেন। যমুনার পানি বেড়ে জামালপুর ও সিরাজগঞ্জের নিম্নাঞ্চল তলিয়েছে। লক্ষাধিক মানুষ ডুবে আছে বানের জলে। তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় লালমনিরহাটের তিনটি ইউনিয়ন নতুন করে প্লাবিত হয়েছে। সবমিলিয়ে জেলার ২৮টি ইউনিয়নের মানুষ বন্যা কবলিত।
অবস্থার অবনতি হয়েছে কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী, রাজারহাট, নাগেশ্বরীতে। পানি ওঠায় আজও পঞ্চগড়-দিনাজপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
Leave a reply