মসজিদে হামলাকারীর মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ আদালতের

|

ক্রাইস্টচার্চে মসজিদে নারকীয় হামলা চালানোর দায়ে অভিযুক্ত ব্রেন্টন ট্যারান্টের মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার শুনানির সময় বিচারকের কোন প্রশ্নেরও জবাব দেননি অভিযুক্ত ব্রেন্টন ট্যারান্ট। এ কারণে তার মানসিক অবস্থা যাচাইয়ের নির্দেশ আসে আদালতের পক্ষ থেকে।

এসময় এই শ্বেতাঙ্গ উপগ্রপন্থির কাছে ৫০ জনকে হত্যা এবং ৩৯ জনকে হত্যাচেষ্টার বিষয়ে জানতে চাইলেও নিশ্চুপ থাকে সে।

তবে এদিনের শুনানিতে সংবাদকর্মীদের কোর্টরুমে থাকতে দিলেও, কোন ধরণের ছবি বা ভিডিও ধারণের অনুমতি দেননি বিচারক।
বিচারকের কোন প্রশ্নেরও জবাব দেননি, অভিযুক্ত ব্রেন্টন ট্যারান্ট। এ কারণে, মানসিক অবস্থা যাচাইয়ের নির্দেশ আসে।

তবে এসময়টাতে সে পুলিশী হেফাজতেই থাকবে। একইসাথে আগামী ১৪ জুন পরবর্তী শুনানির তারিখ ধার্য্য করে আদালত।

ধারণা করা হচ্ছে, নাইন/ইলেভেন হামলার পর চালু হওয়া ‘টেররিজম সাপ্রেশন অ্যাক্ট’-এর আওতায় বিচার হবে হামলাকারীর।

গত ১৫ মার্চ, ক্রাইস্টচার্চের দুটি মসজিদে এলোপাতাড়ি গুলি চালিয়ে পাঁচ বাংলাদেশি’সহ ৫০ জনকে হত্যা করে উগ্রপন্থি ওই শেতাঙ্গ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply